আমাদের পরিচিতি
ফাউন্ডেশন গঠন ও এর আইনগত ভিত্তি
বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশন ‘দি সোসাইটিজ রেজিষ্ট্রেশন এ্যাক্ট/১৮৬০ (১৮৬০ সালের ২১ নং আইন)-এর অধীনে গত ২০০৫ সালের ১৭ মার্চ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস, বাংলাদেশ, ঢাকার দপ্তর থেকে নিবন্ধিত একটি অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারী, জনকল্যাণমূলক দাতব্য সংগঠন।
এর নিবন্ধন নম্বর এস-৪৫২০(৬২১)/০৫। সাভারের সোবহানবাগ-এ অবস্থিত মাশরুমের আঁতুড় ঘর হিসাবে পরিচিত ‘মাশরুম চাষ কেন্দ্র ও হর্টিকালচার সেন্টার’ এবং পরবর্তীতে উল্লিখিত ‘মাশরুম চাষ কেন্দ্র’-এর উন্নয়নকল্পে সরকারি রাজস্ব অর্থায়নে জুলাই, ২০০৩ হতে জুন, ২০০৬ মেয়াদে বাস্তবায়নাধীন ‘মাশরুম সেন্টার উন্নয়ন প্রকল্প’ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কয়েকজন উদ্যোগী মাশরুম চাষী ২০০৩ সালের নভেম্বর মাসে মাশরুমের প্রচার ও নিজেদের কল্যাণে জোটবদ্ধ হওয়ার মানসে ‘মাশরুম গ্রোয়ার্স এসোসিয়েশন’ নামে একটি চাষী সংগঠন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন এবং তারই ধারাবাহিকতায় এর লক্ষ্য-উদ্দেশ্য, কার্য পরিধি এবং প্রস্তাবিত সংগঠনের অধিকতর শক্তিশালী আইনগত ভিত্তি ও সক্ষমতা বিবেচনায় শেষ পর্যন্ত সংগঠনটি ‘বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশন ‘ নামে নিবন্ধিত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
- গ্রামীণ জনগোষ্ঠীর প্রথা ও ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গীর পরিবর্তন আনয়ন।
- বাংলাদেশের মাশরুম চাষীদের চাহিদা অনুসারে জ্ঞান ও প্রযুক্তিগত তথ্য আদান প্রদানের মাধ্যমে সহায়তা প্রদান।
- প্রকাশনা, বিজ্ঞাপন এবং গ্রুপ স্টাডির মাধ্যমে অধিকহারে মাশরুম উৎপাদন বিষয়ে উৎসাহ প্রদান।
- গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তিগদ শিক্ষা তৃণমূল পর্যন্ত পৌঁছানোর পদক্ষেপ গ্রহণ।
- দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গ্রামীণ জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান।
- দারিদ্র বিমোচনে সার্বজনীন কল্যাণ সম্পৃক্তকরণ।
- কৃষি উন্নয়নের মাধ্যমে দারিদ্র নিরসন।
- কৃষি ও গ্রামীণ উন্নয়নে কার্যকর কর্মসূচী গ্রহণ।
- মানব সম্পদ উন্নয়ন, পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি, কর্মদক্ষতা- সামর্থ্য সৃজন এবং কৃষিবিদদের পেশাগত যোগ্যতা সদ্ব্যবহারের উদ্দেশ্যে কার্যকর পরিকল্পনা প্রণয়ন।
- দেশে কৃষি শিক্ষার উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণের ক্ষেত্রে সেবা দান।
- কৃষক সম্প্রদায়ের কল্যাণ ও উন্নয়নে উৎকর্ষ সাধন।
- কৃষি সম্পর্কিত বিষয়ে ও কৃষি ক্ষেত্রের বিজ্ঞানীদের এবং শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের জন্য শিক্ষা বৃত্তি, সম্মান ও পুরষ্কার প্রদান।
- প্রচারণার মাধ্যমে বনায়ন ও রোপায়ন কর্মসূচীসহ অন্যান্য যথোপযুক্ত কর্মসূচীর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের প্রচেষ্টা চালানো।
- জ্ঞানবিস্তার ও গবেষণার সুবিধা সৃষ্টি।
- গণশিক্ষার বিস্তৃতি এবং যখন যেখানে প্রয়োজন বিবেচিত হবে সেখানে শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্ঠা।
- গ্রামীণ গণমানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ।
- সকল স্তরে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং পাশাপাশি গ্রামীণ ও স্বল্প শিক্ষিত মানুষের সাথে অধিকতর আলোকিত মানুষের ভাব বিনিময়ের পরিবেশ সৃষ্টির মাধ্যমে সমাজের সার্বিক অবস্থার উন্নয়ন সাধন।
- জীবনের মান উন্নয়নের লক্ষ্যে সম্পদের সম্পৃক্তি অর্জনের উদ্দেশ্যে গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিতকরণ।
- বিভিন্ন সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন এবং কৃষি শিক্ষা, সংস্কৃতি নৈতিকতা প্রশিক্ষণ দারিদ্র দূরীকরণ, উন্নয়ন ও গবেষণা বিষয়ক বই, প্রত্রিকা, সাময়িকী ও জার্নাল প্রকাশনা।
- নারী ও শিশুদের উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মসূচী ও প্রকল্প গ্রহণ।
- যে কোন সরকার, স্থানীয়, পৌর অথবা অনুরূপ যে কোন কর্তৃপক্ষ, সরকারী ও আধাসরকারী প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত যে কোন কার্যক্রম ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ হলে তাতে অংশগ্রহণ।
- ফাউন্ডেশনের কর্মসূচী বা প্রকল্পের প্রয়োজনে যথাযথ চাহিদা বিবেচনায় কর্মচারী, পরামর্শক, বিশেষজ্ঞ- লিয়েনে, চুক্তিতে, প্রেষণে সংগ্রহ, নিয়োগ প্রদান বা এ সংক্রান্ত চুক্তি সম্পাদনসহ যখন সঠিক বিবেচিত হবে তখন কর্মসূচীর ছেদ বা তা বাতিল করা এবং নিয়োগ বাতিল করণ।
- ফাউন্ডেশনের যে কোন কার্যক্রম পরিচালনা স্বার্থে বাংলাদেশের যে কোন স্থানে বা পৃথিবীর যে কোন স্থানে শাখা, প্রতিনিধি কার্যালয় বা স্থানীয় ইউনিট স্থাপন।
- ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য চাঁদা, অনুদান, দান, প্রকাশনা বা অন্য কোনভাবে তহবিল বা সম্পদ সংগ্রহ, গ্রহণ, ও তা মজুদ বা সংরক্ষণকরণসহ তহবিল বা সম্পদ সংগ্রহের অভিপ্রায়ে প্রয়োজনীয় কৌশল ও কার্যক্রম গ্রহণ।
- সময়ে সময়ে নির্বাহী কমিটি যেমনটি নির্ধারণ করবে তেমনভাবে ফাউন্ডেশন যে কোন প্রকারের স্থাবর-অস্থাবর সম্পদ-সম্পত্তি ক্রয়, লিজ- ভাড়ায় গ্রহণ বা অন্য কোনভাবে অধিগ্রহণ করে সংগঠনের স্বার্থ রক্ষার প্রয়োজনে যে কোন প্রকৃতির সুবিধা, স্বীকৃতি, অব্যাহতি গ্রহণ করে সম্পদ- সম্পত্তিসমূহের মান উন্নয়ন, উন্নতিসাধন, লিজ প্রদান, জামানত রাখা, পরিবর্তন, সংস্কারকরণ বা অন্যভাবে টাকা বিনিয়োগসহ তফসিলি ব্যাংক বা ব্যাংকসমূহে হিসাব খোলা ও লেনদেন সম্পাদন।
- সমলক্ষ্য ও উদ্দেশ্যে গঠিত সংগঠনসমূহের কর্মসূচীর উন্নয়নে সহায়তার পদক্ষেপ গ্রহণ।
- নিজ ক্ষমতা ও আওতার মধ্যে দেশে ও বিদেশে কল্যাণ ও উন্নয়নের কর্মসূচী গ্রহণ এবং
- যখন প্রয়োজনীয় বিবেচিত হবে তখন ফাউন্ডেশনের মূল চেতনার সাথে সংগতিপূর্ণ কিন্তু উপরে এ পর্যন্ত বর্ণিত উদ্দেশ্যসমূহের অতিরিক্ত যে কোন নতুন উদ্দেশ্য গ্রহণ বা সংযুক্তিকরণ।