আমাদের পরিচিতি

ফাউন্ডেশন গঠন ও এর আইনগত ভিত্তি

বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশন ‘দি সোসাইটিজ রেজিষ্ট্রেশন এ্যাক্ট/১৮৬০ (১৮৬০ সালের ২১ নং আইন)-এর অধীনে গত ২০০৫ সালের ১৭ মার্চ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস, বাংলাদেশ, ঢাকার দপ্তর থেকে নিবন্ধিত একটি অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারী, জনকল্যাণমূলক দাতব্য সংগঠন।

এর নিবন্ধন নম্বর এস-৪৫২০(৬২১)/০৫। সাভারের সোবহানবাগ-এ অবস্থিত মাশরুমের আঁতুড় ঘর হিসাবে পরিচিত ‘মাশরুম চাষ কেন্দ্র ও হর্টিকালচার সেন্টার’ এবং পরবর্তীতে উল্লিখিত ‘মাশরুম চাষ কেন্দ্র’-এর উন্নয়নকল্পে সরকারি রাজস্ব অর্থায়নে জুলাই, ২০০৩ হতে জুন, ২০০৬ মেয়াদে বাস্তবায়নাধীন ‘মাশরুম সেন্টার উন্নয়ন প্রকল্প’ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কয়েকজন উদ্যোগী মাশরুম চাষী ২০০৩ সালের নভেম্বর মাসে মাশরুমের প্রচার ও নিজেদের কল্যাণে জোটবদ্ধ হওয়ার মানসে ‘মাশরুম গ্রোয়ার্স এসোসিয়েশন’ নামে একটি চাষী সংগঠন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন এবং তারই ধারাবাহিকতায় এর লক্ষ্য-উদ্দেশ্য, কার্য পরিধি এবং প্রস্তাবিত সংগঠনের অধিকতর শক্তিশালী আইনগত ভিত্তি ও সক্ষমতা বিবেচনায় শেষ পর্যন্ত সংগঠনটি ‘বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশন ‘ নামে নিবন্ধিত হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য

Come work with us

If you would like to work for an organisation making a real impact non mauris vitae erat consequat auctor eu in.

Our partners
Want to make a difference?

Help us raise money for our humanitarian causes